ক্রমিক নং |
সেবার ধরন |
সেবা প্রদানের পদ্ধতি |
সেবা প্রদানকারী কর্তৃপক্ষ |
০১ |
সংগঠন তৈরী |
গ্রাম/ইউনিয়ন পর্যায়ে গ্রুপ/সমিতির দ্বারা সদস্য একীভূত করে সংগঠন তৈরীর মাধ্যমে সেবা প্রদান। |
উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তার কার্যালয়, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। |
০২ |
প্রশিক্ষণ প্রদান |
(ক) আয়বৃদ্ধি মূলক কর্মকান্ডে প্রশিক্ষণঃ বিভিন্ন প্রকার আয়বৃদ্ধিমূলক কর্মকান্ড যেমন- শাক-সবজী চাষ, মুরগ-মুরগী পালন, গাভী পালন, মৎস্য চাষ, ইত্যাদি বিষয়ে দক্ষতা বৃদ্ধির জন্যে গ্রাম/উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সেবা প্রদান। (খ) সামাজিক উন্নয়ন প্রশিক্ষণঃ সমিতির আওতাভূক্ত সদস্যদের নেতৃত্ব বিকাশ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবহিতকরণ কর্মশালা/ প্রশিক্ষণ কর্মসূচী গ্রহণের মাধ্যমে সেবা প্রদান। (গ) প্যারাটেক প্রশিক্ষণঃ বাছাইকৃত সদস্যদের মধ্য থেকে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্যারাটেক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে প্যারাটেক তৈরী পূর্বক সেবা প্রদান। (ঘ) প্রশিক্ষণ ফোরামঃ সাপ্তাহিক ভিত্তিতে গ্রাম/ইউনিয়ন পর্যায়ে সদস্যদের শিক্ষা,স্বাস্থ্য ও সচেতনতামূলক বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান। |
উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তার কার্যালয়, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। |
০৩ |
ঋণ প্রদান |
(ক) সংগঠিত সদস্যদের মধ্যে সহজ শর্তে বিভিন্ন প্রকার আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডে একক/গ্রুপ ভিত্তিক ঋণ সেবা প্রদান। (খ) ক্ষুদ্র ও মাঝারী পর্যায়ে ব্যবসায়ী উদ্যোক্তাদের ব্যবসায় উন্নয়নের জন্য Small Enterprise Loan Program (SELP) এর আওতায় ঋণ সুবিধা প্রদান। |
উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তার কার্যালয়, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। |
০৪ |
পুঁজি গঠন |
সদস্যদের সাপ্তাহিক/মাসিক ভিত্তিতে সঞ্চয় জমাকরণ পূর্বক স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্দেশ্যে সঞ্চয় জমা করণের মাধ্যমে সেবা প্রদান। |
উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তার কার্যালয়, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। |
০৫ |
জেন্ডার ইকুইটি |
নারী পুরুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে নারীকে বিভিন্ন প্রকার আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডে সম্পৃক্ত করা এবং নারীর ক্ষমতায়ন ও অধিকার সম্পর্কে সচেতন করে তোলার মাধ্যমে সেবা প্রদান। |
উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তার কার্যালয়, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। |
১ । অথনৈতিক ও সামাজিক অগ্রগতি বৃদ্ধি মাধ্যমে দারিদ্র্য নিরসনে সহায়তা ।
২ । নারী ও পুরুষেরসমতা বিকাশ সাধন ।
৩ । সমিতিতে সংগঠিত করা,ঋণ প্রদান করা,তাদের পুজিঁ গঠনে সহয়তা করা, দক্ষতাবৃদ্ধিতে সহয়তা করা, প্রশিক্ষণ প্রদান ও প্রাসঙ্গিক সেবা প্রদান করা ।
৪ । বিনিয়োগ মেয়াদী আমানত এবং আথিক ও সামাজিক স্বাথ রক্ষার নিশ্চয়তা পদান করা ।
৫ । অথনৈতিক কমকান্ডের উন্নয়ন সাধন,উৎপাদনমুখী আত্মকমসংস্থানের ব্যবস্থা করা ।
৬ । দারিদ্র্য বিমোচন প্রচেষ্টাকে উৎসাহিত ও বিকশিত করতে সহায়তা করা ।
৭ । প্রশিক্ষণ কমসূচী, সেমিনার,কমশালা আয়োজন ও বাস্তবায়ন করা ।
৮ । সময়ে সময়ে প্রধান কাযালয় ও সরকার কতৃক আরোপিত দায়িত্ব পালন করা ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস